কাজল কালো, ভ্রমর কালো
কালো নদীর জল,
চোখের মনি, চুল ছাড়া সই-
কালো কী আর বল?


কয়লা কালো, আঁধার কালো
কালো দোয়াত-কালি,
কাকের পালক, হাঁড়ির তলা
কালোও মন্দ গালি।


এর চেয়েও ভাই কালো আছে
জানাই জন জন,
কালোর চেয়ে অধিক কালো
পাপীষ্ঠ যার মন।