আমরা দুজন প্রতিবেশী
সম্পর্কতে মিত্র,
তবুও তোমার কর্মে দেখি
ভিন্নরকম চিত্র!


সরাসরি গ্যাস পাঠালাম
ইলিশ হাজার টন,
আম পাঠালাম তাও ভরেনি
তোমার কপট মন!


প্রতিদানে ফ্যালানির লাশ
দিলে দুঃখের বান,
তবুও রোজ বলতে শুনি-
আছে অগাধ টান!


বলো বলো টানটা কিসের?
মাটি নাকি মানুষের,
উল্টাপাল্টা যতই বলো---
আচরণে বুঝি ঢের।