কালো মেঘ এসে সমস্ত আকাশ ঢেকে দিচ্ছে
অথচ বাতাসের কোনো তাড়া নেই,
বৃষ্টির ফোঁটা দেখে পালের গরু গোয়ালে ফিরছে
অথচ রাখালের কোনো তাড়া নেই,
কিশোর কিশোরীরা মুঠ ভরে ফুল পাতা ছিড়ছে
অথচ গাছের কোনো তাড়া নেই,
সকালে সূর্যের তাপে শিশির কণা শুকিয়ে যাচ্ছে
অথচ তরুলতার কোনো তাড়া নেই।


রাস্তার মোড়ে ফুল হাতে প্রেমিক দাড়িয়ে আছে
অথচ প্রেমিকার কোনো তাড়া নেই,
বাসর ঘরে নববধূ ঘোমটা দিয়ে বসে আছে
অথচ বরের কোনো তাড়া নেই,
অপেক্ষারত যাত্রীর সামনে দিয়ে গাড়ি চলে যাচ্ছে
অথচ যাত্রার কোনো তাড়া নেই,
আমাদের জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে
অথচ কারো কোনো তাড়া নেই।