একটা শিশু ফুলের মত হাজার পাপড়ি মেলে
একটা শিশু চাঁদের মত হাঁসি মুখে খেলে,
একটা শিশুর দু'চোখ ভরা হাজার স্বপ্ন আঁকা
একটা শিশুর কোমল হৃদয় গাছের কচি পাতা,
একটা শিশুর কণ্ঠে ধরে হরেক পাখির গান
একটা শিশু দেশের তরে রাখে অবদান।


একটা শিশুর কচি হাত ফুলের মত নরম
একটা শিশুর তরে সবার মায়া জাগে চরম,
একটা শিশু নদীর মত চলে এঁকেবেঁকে
একটা শিশু সবার কাছে অনেক কিছু শেখে,
একটা শিশুর মনোবল সবার চেয়ে সেরা
একটা শিশুর ধ্যানের জগত নূরে আল হেরা।


একটা শিশু প্রজাপতির রঙ্গিন সকল রঙ
একটা শিশুর ইচ্ছা শক্তি সকল জয়ের পণ,
একটা শিশু বাবা মায়ের দুই নয়নের মণি
একটা শিশু জগত জুড়ে অমূল্য এক খনি,
একটা শিশুর পায়ের চিহ্ন ইতিহাসের পাতা
একটা শিশু জাতির জন্য নির্ভরযোগ্য ছাতা।


রচনাকালঃ
১৮/০৬/২০১৯ ইং
হরিপুর, রাজশাহী।