আমাদের দেশটা সবুজ শ্যামল
মায়ের শাড়ির মত নরম কোমল,
মিলে মিশে সকলে থাকি সুখে
পাশে থাকি সকলেই পরের দুঃখে।
হিন্দু-মুসলিম আর সকল জাতি
সকলে ভাই মোরা সকলের সাথী,
কারো সাথে নাহি করি হানাহানি দ্বন্দ্ব
আমাদের দেশ জুড়ে নাহি কোনো মন্দ।


আমাদের দেশটা স্বর্গ ভূমি
কোনখানে খুঁজে আর পাবে না তুমি,
নদী-নালা তরু-লতা গাছ-গাছালি
ফুল ফল আরো আছে পাক-পাখালি।
মাঠ ভরা ধান আছে নদী ভরা মাছ
বাউলের গান আছে কিশোরীর নাচ,
যেখানেই যাবে তুমি মন ভরে যাবে
এমন দেশ আর নাহি কোথা পাবে।


আমাদের দেশটা সোনার দেশ
এই দেশে সকলেই ভাল আছি বেশ,
কারো সাথে নাহি কেউ কটু কথা বলি
কাঁধে কাঁধ রেখে মোরা একসাথে চলি।
মোরা সকলের উৎসবে সকলেই যাই
বাঙালি জাতি মোরা সকলেই ভাই,
সকলের মনটা এক সুতোয় গাঁথা
মন খুলে সকলেই বলি সব কথা।