সকাল বেলা সূর্য উঠে
সন্ধ্যা বেলা ডুবে যায়,
এমনি করে জীবন থেকে-
একটি দিন হারিয়ে যায়।
দিন হারিয়ে, মাস হারিয়ে,
বছর কতক পেড়িয়ে যায়,
যুগের সাথে তাল মিলিয়ে
অনেক কিছু নিখোঁজ হয়।


আমিও একদিন নিখোঁজ হবো
হঠাৎ করে হারিয়ে যাবো
থাকবো না আর ধরায়,
তোমরা তখন যতই খুজো-
আঁখি জল যতই মুছো
কেউ পাবে না আমায়।


এখন যারা খোঁজ করো না
আমার কথায় ধার ধারো না
পাশ কেটে যাও রোজ,
বলছি তাদের শুনে রাখো-
হঠাৎ আমি হারিয়ে যাবো
কেউ পাবে না খোঁজ।


আমি যেদিন হারিয়ে যাবো
পাড়ায় পাড়ায় রটিয়ে দেবো
দেয়াল জুড়ে এঁকে দেবো
পাতায় পাতায় লিখে দেবো,
মুখে মুখে ছড়িয়ে দেবো---
যেদিন হবো নিখোঁজ।