ধরণীর বুকে আগত নতুন প্রাণ
তুমি চেয়ে আছো আমার দিকে?
আমি প্রাক্তন আমি বৃদ্ধ আমি অতীত
আমিও চেয়ে আছি তোমার দিকে।


আমারও ছিলো হাসিমাখা সুন্দর শৈশব
ছিলো আনন্দ মুখর দিন,
আজ তোমাকে দেখে বাজিয়া উঠিলো
হৃদয়ে দুখের বীণ।


ধরণীর বুকে আগত নতুন প্রাণ
তুমি উজ্জ্বল আলোকিত প্রদীপ,
আর আমি ধিকে ধিকে জ্বলে থাকা
প্রায় নিভে যাওয়া প্রদীপ।


তুমি মনে মনে ভাবছো কবে হবে বড়
কবে হবে সুঠাম দেহের অধিকারী,
আর আমি তোমাকে দেখে অনুতপ্ত
অতীতের তরে করি আহাজারি।