আমি বাংলার বন্ধু 'চির মুক্তিকামী'
আমি দুর্জয় নির্ভীক বীর সেনানী।


আমি ৫২'র ভাষা আন্দোলনের স্লোগান
আমি ৭১'র স্বাধীন বাংলার জয় গান।


আমি প্রতিবাদী কন্ঠ 'মুক্তির জাগরণ'
আমি গর্বিত- আমি বাংলার জনগণ।


আমি সকল ধর্ষিত মা-বোনদের কান্না
আমি লাখো শহীদের রক্তের বন্যা।


আমি সংগ্রামী সঞ্চয়ী সংশয়ী সঞ্চিতা
আমি বাংলা মায়ের ইজ্জত রক্ষিতা।


আমি লুণ্ঠন লুটপাট লম্পটের শ্বাসরোধক
আমি কল্যাণ 'সমস্ত অন্যায়ের প্রতিষেধক'।


আমি দুরন্ত দুর্বার, প্রতিবাদী হুংকার
আমি বাংলা মায়ের চির অহংকার।


আমি কান্না হাহাকার দুঃখ অনুতাপ শোক
আমি তোমাদের বন্ধু, আমি বাংলার লোক।