জীবনে কিছু হতে পারো বা না পারো
অন্তত মানুষ হও।
লেখাপড়া করে তোমাকে ডাক্তার হতেই হবে এমনটি বলছি না,
মানুষ হয়ে মানুষের সেবা করো।
ইদানিং অধিকাংশ ডাক্তার সেবার নামে চিকিৎসা ব্যবসা শুরু করেছে,
তুমি মানুষ হলে নিশ্চয় চিকিৎসার নামে এই পাশবিক ব্যবসা করতে পারবে না,
কিন্তু মানুষের সেবাটা ঠিকই করতে পারবে,
এজন্য বলছি মানুষ হও।


জীবনে কিছু হওয়া বা না হওয়া জরুরী নয়
কিন্তু মানুষ হওয়া অত্যান্ত জরুরী,
পৃথিবী সম্পর্কে গবেষণা করে তোমাকে বিজ্ঞানী হতেই হবে এমনটি বলছি না,
মানুষকে নিয়ে ভাবতে শিখো-
পৃথিবীতে মানুষের মতো রহস্যময় আর কিচ্ছু নেই,
এই রহস্যময় মানুষটাকে জানতে পারলে তুমি একদিন ঠিকই মহাজ্ঞানী হয়ে যাবে,
কিন্তু আগে তোমাকে মানুষ হতে হবে,
কারণ মানুষ ছাড়া মানুষের সম্পর্কে ধারণা পাওয়া ভীষণ মুশকিল।


মানুষ হও
আমি বারবার বলছি মানুষ হও
তুমি যদি মানুষ হতে না পারো তাহলে পৃথিবীতে তোমার কোন মূল্য নেই,
------------- এমনকি পরকালেও।
তুমি যদি মানুষ হও তাহলে পৃথিবী তোমাকে মনে রাখবে,
পরকালেও তুমি মুক্তি পাবে।


তুমি হয়তো ভাবছো মানুষ হবো কিভাবে?
তাহলে শোনো তোমাকেই বলছি---
মানুষ হওয়া খুব কঠিন বিষয় নয়!
মানুষ হতে হলে অর্থবিত্ত ধন-দৌলতের কোনো প্রয়োজন হয় না,
প্রয়োজন হয় ফুলের মত সুরভিত পবিত্র একটি মন।
যেখানে হিংসা লোভ ক্রোধ অহংকার কোনো কাম-বাসনা থাকবে না,
যেখানে থাকবে শুধু ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা।
যার হৃদয়ে পবিত্র ভালোবাসা থাকবে-
সে জীবনে কিছু হতে পারুক বা না পারুক,
সে অন্তত মানুষ হবে।