হাঁটি হাঁটি পা পা করে
বাড়ছে বয়স ধীরে
অনেক স্মৃতি জমে গেছে
দেখছি পিছু ফিরে,


জুতা জোড়া পায়ে দিয়ে
ঘুরতাম রোজ টোটো,
সাদা জামা, কালো প্যান্ট
কেমনে হলো ছোটো?


দোলনা আর খেলনা-বাটি
হচ্ছে শুধুই ন্যানো,
দেখছি যত, ভাবছি ততো
প্রশ্ন করছি কেন?


এমন অনেক প্রশ্ন মাথায়
করছে ঘোরাঘুরি,
বয়স আমার বেড়ে হলো
কোয়ার্টার সেঞ্চুরি।


বি:দ্র: [আজ আমার পঁচিশ তম জন্মদিন, সেই সুবাদে বয়সের সাথে মিল রেখে আজকের বিশেষ কবিতাটি লেখা। সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তা'য়ালা আমার হৃদয় যেন প্রশস্ত করে দেন এবং নেক হায়াত দান করেন।]