যদি আর কখনো ফেরা না হয়,
যদি পাখির মতো আটকে পরি শিকারির ফাঁদে!
কিংবা শিকারির তীর বিদ্ধ হয় বুকে-
যদি ডানা মেলে উড়ার স্বাধীনতা হারাই
যদি সত্য বলায় গর্দান কাটা যায়,
অথবা জিহাদের ময়দান থেকে ফিরে না আসি-
মনে রেখো প্রিয়তমা, এই আমার অভিমান নয়!


যদি কখনো খুব কাছে আসার সুযোগ হয় তবে
বুকের বা'পাশে কান পেতে শুনে নিও;
স্পন্দিত হৃদয় বলবে তোমাকেই ভালোবাসি-
জালিমের কারাগারে আর ক'টা দিন!
তারপর অনন্ত জগতে তুমি আমি একসাথে রবো,
এই চিরকুট পেলে ভাঁজ খুলে প্রেম মেখে নিও
আর ভালোবাসাটুকু স্মৃতি করে রেখে দিও।