সময় নিয়ে করছো হেলা?
বুঝবে পরে ঠেলা!
সময় ধরে টানবে তবুও
পেরিয়ে যাবে বেলা।


সময় থাকতে মূল্য দাও
আর থেকো না বসে,
জীবন থেকে সময় শুধু
পরছে খসে খসে।


সময় কেন করছো পার?
অবহেলায় ঘিরে,
সময় গেলে আসবে না সে-
তোমার কাছে ফিরে।


সময়ের কাজ সময় মতো
করে না যেই লোক,
তার কপালে দুঃখ আসে
নামে আঁধার শোক।


সময় বড়ো নিঠুর পাষাণ
তারও আছে বোধ,
সময়কে যে মূল্য দেয় না
তার নেয় প্রতিশোধ।