দিব্যি চলছে ঘড়ির কাটা!
আপন নিয়ম মেনে,
আমি শুধু ভেবেই চলি
অতিত স্মৃতি টেনে।


নদির স্রোত ছুটে চলে
হয় না বিরত,
আমার কি আর সাধ্য আছে?
চলি তাহার মত।


সূর্য এসে আঁধার কেটে
দিচ্ছে এনে ভোর,
বেলা শেষে জগত জুড়ে
নামছে আঁধার ঘোর।


দিবা-রাতি দমের বাতি
করছে দেহে খেলা,
ক্ষণে ক্ষণে জীবন থেকে
যাচ্ছে বয়ে বেলা।