আল্লাহ্ তা'য়ালা নবীগণের পরিক্ষা নিতেই ভাই
হঠাৎ নবী ইব্রাহীমকে কোরবানি দিতে কয়,
ইব্রাহীম তোমার প্রিয় বস্তু দাও কোরবানী
কোরবান তোমার সঠিক হলে মুছে যাবে গ্লানি।


তাই শুনিয়া পালিত এক পশু জবাই দিলো
আল্লাহ তা'য়ালার কাছে তাহা নাহি কবুল হলো,
বারেবারে আল্লাহ তা'য়ালা ইব্রাহীমকে কয়
দুম্বা, উট তোমার কাছে কেমনে প্রিয় হয়?


চিন্তা-ফিকির করে ইব্রাহীম বুদ্ধি আঁটিলো
ইসমাঈলকে কোরবান করার কথা ভাবিলো,
শয়তান এসে বলে ওরে ইব্রাহীমের বিবি
ইসমাঈলকে হত্যা করবে সঙ্গে নাহি দিবি।


এমন করেই ধোঁকা দিলো ইসমাঈলের মনে
বাঁচতে যদি চাস'রে বালক যাস'নে বাবার সনে,
কুমন্ত্রনা আর ধোঁকাবাজী সবই বিফল হলো
ইসমাঈল তার বাবার সনে মরু-প্রান্তর গেলো।


ছেলের দিকে চেয়ে বাবার ভীষণ মায়া হলো
তাহার জন্য ইসমাঈল তার চোখ বাঁধিয়া নিলো,
যখন ইব্রাহীম তার ছেলের গলে ছুরি চালালো
তখন গলা না কাটিয়া পাথর টুকরা টুকরা হলো।


হতাশ হয়ে ইব্রাহীম কয় ওহে রব্বানা
ইসমাঈলের মত কাউকে ভালোবাসি না,
এই বলিয়া ছুরিখানা আবার হাতে নিলো
আল্লাহ তা'য়ালার হুকুম মতে পশু জবাই হলো।


সেদিন থেকেই জারি হলো প্রিয় বস্তু কোরবান,
আপন নফসের কোরবান দিতে বলছেন মেহেরবান।