.       ছড়াকার ছড়া দিয়ে বাঁধে কত সুর
        যত ছড়া পড়ি ততো লাগে সুমধুর,
        চাঁদ থেকে শশী এনে করে গড়িমসী
        ছড়াকারের ছড়া পড়ে মুখে ফুটে হাসি,
        তারা এনে ছড়াকার বাঁধে বাহুডোরে
        মাঝে মাঝে জোনাকিরা মিটমিট করে,
        গাছ থেকে ফুল এনে ভরে রাখে খাতা
        ছড়াকারের ছড়া জুড়ে থাকে নানা কথা,
        পাখিদের কাছ থেকে নিয়ে আসে গান
        যত ছড়া পড়ি ততো জুড়ে যায় প্রাণ।


        ছড়াকার ছড়া দিয়ে বাঁধে কত সুর
        যত ছড়া পড়ি ততো লাগে সুমধুর,
        মেঘ থেকে পানি এনে ভিজিয়ে দেয় গাঁ
        রোদ থেকে তাপ এনে করে দেয় খাঁ-খাঁ,
        ছড়াকারের ছড়া পড়ে লাগে যে আনন্দ
        কখনো-বা কারো মনে লাগে দ্বিধা-দ্বন্দ,
        ছড়াকারের ছড়া জুড়ে থাকে প্রেম-প্রীতি
        মনে তার জাগে নাকো কোনো ভয়-ভীতি।


       ছড়াকার ছড়া দিয়ে বাঁধে কত সুর
       যত ছড়া পড়ি ততো লাগে সুমধুর,
       গাছ-পালা পশু-পাখি যা আছে ভবে
       ছড়াকারের ছড়া জুড়ে মিশে আছে সবে,
       দুঃখ হতাশ আর ছড়া নিয়ে বাস
       ছড়াকার তবু করে ভালোবাসা চাষ,
       কোনোখানে ছড়াকার কোনো কিছু পেলে
       তাই নিয়ে সারাদিন ছড়া শুধু ফলে।