এই ছেলেটা খুবই ভালো
এই ছেলেটা ভালো না,
এমন বিচার বিশ্লেষণের-
স্বভাব তোমার গেলো না।


কেমন করে করলে তুমি
পর চরিত্রের বিচার?
গোপনে তার থাকতে পারে
লক্ষ কোটি অনাচার!


লোক সমাজে সকল মানুষ
ভালোর মুখোশ পরে,
লোক আড়ালে করছেটা কী-
জানবে কেমন করে?


মুখোশ দেখেই করলে তুমি
ভালো মন্দের বিচার!
মুখোশ খুলে দেখলে না তার
গুনা-গুনের ফিচার।


নিজের বিচার নিজে করলে
ফলাফল কী আসে?
হাজার হাজার পাপের স্মৃতি
চোখের সামনে ভাসে।


তার পরেও তো লোকে বলে
চরিত্র তার ফুল,
মুখোশ দেখে করলে বিচার
হবেই হবে ভুল।


নিজের বিচার নিজেই করো
নিজেকে দাও সাঁজা,
নিজ বিচারে ভালো যে লোক
সে ভালোদের রাজা।