আপনা যাচিয়া যাতনা আনিনু
ললাটে রচিনু দুঃখ ও হেউ,
যাচিয়া বাঁচাইয়া নিজেই মরিনু
দেখিলো না ফিরিয়া কেউ,
যাঁহারে ধরিয়া টানিয়া তুলিনু
আজ ফেলিলো সে-ই কূপে,
আজব কাহিনী জীবনে ঘটিলো
তাঁহারে দেখিনু অচিন রূপে।


এত কাল ধরিয়া কাহারে রাখিনু
আদর সোহাগে যতনে পুষি,
আমার হৃদয় ক্ষরণে যে হয়
আকুল দরিয়া সমেত খুশি,
কাহারে করিবো হৃদয়ে লালন
কাহারে দিবো হৃদয়ে ঠাঁই?
হৃদয়ের গহীনে থাকিবার যোগ্যতা
খুব বেশি মানুষের নাই।