আমি দেখেছি আমার চোখে-
এই আমারই সর্বনাশ!
যে মুকুট আমারে করেছে রাজা
সে মুকুটই করেছে ক্রীতদাস।
যে শক্তি আমারে করেছে মুক্ত
সে শক্তিই করেছে বন্দী,
যে আমার শিকার, সে আমারই শিকারি
আমি তার চালে আঁটি ফন্দি।
যে আমার অসুখ, সে'ই আমার নিরাময়
অতি গোপনে তার বাস,
আমি দেখেছি আমার চোখে-
এই আমারই সর্বনাশ।