তুমি এলে তাই হৃদয় আঙ্গিনায়
ফুটলো প্রেমের ফুল,
তুমি এলে তাই ভাঙ্গলো সহসায়
চব্বিশ বসন্তের ভুল।


তুমি এলে তাই মনের মৃত্তিকায়
নামলো খুশির ঢল,
তুমি এলে তাই শ্রাবণের বর্ষায়
ঝরলো অবাধ জল।


তুমি এলে তাই এক সুরে গায়
সকল পাখিরা গান,
তুমি এলে তাই শ্যাম কালা রায়
আপ্লুত হলো দিনমান।


তুমি এলে তাই প্রেমের কবিতায়
কলম ঢেলেছে কালি,
তুমি এলে তাই ঘোর অমাবস্যায়
চাঁদ উঠেছে একফালি।


তুমি এলে তাই মোর দরজায়
তৃপ্ত হলো দুটি চোখ,
তুমি এলে তাই বুকের খাঁচায়
অবসান হলো শোক।


তুমি এলে তাই গাছের পাতায়
দোলা দিয়েছে বায়ু,
তুমি এলে তাই প্রেমের খরসায়
বাড়লো হাজার আয়ু।