ভ্রমর হয়ে সৃষ্টিকূলে
ডানা মেলে উড়ি
কি অপরূপ সৃষ্টি তোমার
নেই তুলনা জুড়ি।


পাখিরা সব ফুলে ফুলে
তোমার কথা কয়,
তুমি মোদের স্রষ্টা সবার
অসীম দয়াময়।


সাগর নদী ঝর্ণা পাহাড়
গাহে তোমার গান,
বৃক্ষ তরু --- সুষম ধরা
সব'ই তোমার দান।


দু'চোখ মেলে যতই দেখি
জুড়ে আমার প্রাণ,
কি অপরূপ সৃষ্টি তোমার
সারা দোযাহান।


নিপুণ গড়া মায়ায় ভরা
সব'ই তোমার দান,
তুমি মালিক তুমি খালিক
তুমিই শাহজাহান।