আজ নয় কাল!
কাল! কাল! করে গেলো বহুকাল!
আর কত কাল যাবে বল?
মিছে এই দুনিয়ায় সবকিছু মায়াজাল।


চল! চল! চল! সবে সত্যের পথে চল!
কাজে-সাঁজে-লাজে যদি সত্যের সুর বাজে-
তবে তুই বীরবল।


আজ নয় কাল!
কাল! কাল! করে গেলো বহুকাল!
আর কত কাল যাবে বল?


দিন পেরুলেই যায় এক কাল!
তারপর! এক এক করে বহুকাল-
হেঁসে খেলে শিশুকাল!
কৌশরে এক কাল!
যৌবনে পদতল!
তারপর! সবকিছু বেসামাল---
চলে আসে বৈকাল।


আজ নয় কাল!
কাল! কাল! করে গেলো বহুকাল!
আর কত কাল যাবে বল?


এক এক করে শেষ হবে---
জীবনের সব কাল।
চোখ বুজে দেখ! আগত পরকাল।
তারপর! মহা সুখে---  
নয়তো দোযখে চিরকাল।