শোনো শর্মিলা,
আমাকে আর প্রতিজ্ঞা করাতে এসো না।
কথায় কথায় মাথায় হাত দিয়ে, চোখ ছুঁয়ে, কিতাব ছুঁয়ে আর কতবার,-
আর কতবার আমাকে প্রতিজ্ঞা করাবে?
কী লাভ এসব প্রতিজ্ঞা করে?


শোনো শর্মিলা,
আমার পুরনো অভ্যাস আমি কখনোই বদলাতে পারবো না।
ঘন্টায় ঘন্টায় সিগারেট না ধরালে আমি নিজেকে সঙ্গীহীন অনুভব করি,
প্রতি সন্ধ্যায় মদের বোতল ছাড়া আমার তৃষ্ণা মিটে না।


তবুও তুমি কথায় কথায় ভালোবাসার দোহাই দাও,
ছেলে মেয়ের নামে যত্তসব আজেবাজে কসম খাও।
কিন্তু কেন? বলো শর্মিলা কেন এসব করো?
আমি তোমাকে আগেই বলেছি,
আবার এখনো বলছি-
আমি এসব দোহাই টোহাইয়ের পাত্তা দেই না।


তুমি তো ভালো করেই জানো শর্মিলা,
আমি এর আগে যতবার প্রতিজ্ঞা করেছি-
ততবার, ঠিক ততবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি।
কিন্তু আর না, আর না শর্মিলা;
আমি আর মিথ্যে কথা বলতে পারবো না।


এবার প্রতিজ্ঞা ভাঙ্গা-গড়ার চির অবসান ঘটাতে চাই-
তুমি সাক্ষী থেকো শর্মিলা,
আমি কখনো, কোনদিন, আর কোন প্রকার প্রতিজ্ঞা করবো না,
মনে রেখো শর্মিলা,
এটাই আমার জীবনের শেষ প্রতিজ্ঞা।