দূর থেকে দেখি যাঁরে ভরা জলাশয়
কাছে গিয়ে দেখি তাঁরে ধূ-ধূ মরুময়,
মরুভূমির মরীচিকা লাগে যেন জল
আসলে তা জল নয় লাভা টলমল।


পিপাসায় কাঁতরাতো পথিকের বেশে
যদি তুমি ছুটে যাও মরুময় দেশে,
জল সেথা পাবে নাকো বৃথা যাবে শ্রম
মরুভূমির জল মানে দু'চোখের ভ্রম।