হাল ছেড়ে দিও না বিপদের মুখে
তাহলে শেষ হবে কেঁদে ধুঁকে ধুঁকে,
বিপদের মোকাবেলায় সাহস রাখো
পাহাড় সমান সাহস-- রাখো বুকে।


বিপদ তো থাকে না কারো চিরদিন
পৃথিবীতে কেবা আছে বলো দুখহীন,
দুখের দিন শেষে বয় সুখের হাওয়া
দুখ ছাড়া সুখ কভু যায় না পাওয়া।


বিপদের ঝড়োহাওয়া থেমে যাবে
অবশেষে সব সুখ----- তুমিই পাবে,
সুখ পেতে চাও যদি----- ধৈর্য ধরো
ধৈর্য ছাড়া সুখ------- হয় না জড়ো।


ধৈর্য ধরে রাখো------ সদা অবিরত
ধৈর্যই সেরে দিবে----- মনে যত ক্ষত,
ধৈর্যের নাম হলো----- সুখের পাখি
ধৈর্যটা ছেড়ে কেন করো ডাকাডাকি?


এই শোন, শোন, শোন! শোন রে বোকা
বল দেখি তোর মতো খায় কে ধোকা,
ধৈর্যটা যার নেই------- বিপদের কালে
সে খায় ধোঁকা আর হাত রাখে গালে।