কোরআন গীতা বেদ বাইবেল
পড়লেই ধার্মিক হয় না সবে
নিজ ধর্মের সব আদেশ নিষেধ
মানতে পারলে ধার্মিক তবে।


নিজ ধর্মে যার অগাধ ভক্তি
পরের ধর্মে থাকে ধিক্,
মসজিদ কিংবা ঠাকুর ঘরে
জন্মালেও সে নয় ধার্মিক।


ধর্মে যার রয় অন্ধ ভক্তি
ধার্মিক নয় সে এক রত্তি,
ধর্মান্ধতা ছাড়তে পারলেই
ধার্মিক হয় সে সত্যি সত্যি।