ওরা বর্বর! ওরা শাসক! ওরা সন্ত্রাস!
মুখ খুললে, কথা বললে, হবেই সর্বনাশ
আমরা তো দেশের নাগরিক
ওরা আমাদের চেয়ে অধিক!
তাই শাসায় আরও ফাঁসায়, দেখায় ত্রাস।


আমরা তো এলোমেলো, তারা একজোট
তাই তারা মাঝরাতে চুরি করে ভোট!
কিছুই তো পারি না বলতে
কারণটা হলো মোরা সলতে
আমাদের পুড়িয়েই তারা গোনে নোট।


ওরা দেশদ্রোহী! ওরা দুর্নীতিবাজ !!
ওদের অনলে পুড়ে সুশীল সমাজ,
তবুও কিছু পারি না ওদেরকে বলতে
মুখ বুজে দেখে যাই সমাজটা জ্বলতে
তাই ওরা আমাদের প্রতি করে রাজ।


ওরা ধর্ষক, ওরা খুনী, ওরা গডফাদার
ওদের রুখে, বলে মুখে-  সাধ্যটা কার?
আমরা তো ভীরু কাপুরুষ
আমাদের নেই জ্ঞান হুঁশ!
তাই ওরা আমাদের চেয়ে জোরদার।