রাত হলে সবাই ঘুমাতে যায়
আমিও যাই,
যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকে
তখন আমি থাকি চিন্তায়,
ঘুমানোর জন্য যখন চোখ দুটো বন্ধ করি
তখন আমার সকল অপকর্ম স্পষ্টভাবে দৃশ্যমান হয়
আমি ভয়ে চমকে উঠি
আমি খুব করে কান্না করি
আমি অপকর্মগুলোকে যখন দূরে ঠেলে দিতে চাই
তখন তারা আমাকে আঁকড়ে ধরে,
আমাকে আঘাত করে
আমাকে যন্ত্রনা দেয়
আমাকে জলন্ত আগুনে নিক্ষেপ করে
আমি ঘুমাতে পারিনা।


আমি যখন চিৎকার করি
তখন কারা যেন আমার মুখে পাথর নিক্ষেপ করে
আমার সমস্ত দাঁত মাটিতে খসে পড়ে
আমার চোয়াল ভেঙ্গে যায়
ঝর ঝর করে রক্ত ঝরতে থাকে,
আমি বেহুশ হয়ে যাই---
তারপর কারা যেন আমাকে আবার জাগ্রত করে
হিংস্র দানবের মত আমাকে ছিঁড়তে থাকে
আমার প্রতিটি অঙ্গ পতঙ্গ ভেঙ্গে ফেলে
আমার ভীষণ কষ্ট হয়
আমি ঘুমাতে পারিনা।


আমি চিৎকার করি
আমি খুব করে কান্না করি
আমার পাপেরা আমাকে কষ্ট দেয়
আমাকে জলন্ত আগুনে নিক্ষেপ করে
সাপ বিচ্ছুর মত বিষাক্ত প্রাণী আমাকে দংশন করে
আমার ভীষণ কষ্ট হয়।
হঠাৎ কারা যেন আমাকে শিকল পরিয়ে টানতে টানতে নিয়ে যায় ভয়ঙ্কর অন্ধকূপে!
আমি ভয় পাই
আমি কান্না করি
আমি চিৎকার করি
আমি মাটিতে লুটিয়ে পড়ি---
আমি দুই হাত তুলে রবের নিকট পার্থনা করি
আমাকে মুক্তি দাও, আমাকে পাপ হতে মুক্তি দাও,
আমি শান্তিতে ঘুমাতে চাই,
আমাকে চির সুখময় ঘুম দাও।