বৃষ্টিমুখর দিনগুলো আজ ভীষণ বর্ণহীন
জীবন থেকে হারিয়ে গেছে সকল সুখের দিন,
এখন আমার রোদলা আকাশ' মেঘলা তুমিহীন-
আমার বুক করে চিন চিন, আমার বুক করে চিন চিন।


এমন দিনে তুমি ছিলে হাতে রেখে হাত
তোমার সাথে গল্প করে কাটতো অনেক রাত,
এখন আমার রাত কাটে বেশ' তোমার সঙ্গহীন-
আমার বুক করে চিন চিন, আমার বুক করে চিন চিন।


বৃষ্টিমুখর সাঁঝের বেলা ছিড়ে কদম ফুল
আদর করে রাঙ্গিয়ে দিতাম তোমার খোঁপার চুল,
এখন আমার দিনগুলো বেশ কাটছে তুমিহীন-
আমার বুক করে চিন চিন, আমার বুক করে চিন চিন।


শিশির ভেজা ঘাসে দুজন নগ্ন পায়ে চলা
আকাশ বাতাস সাক্ষী রেখে মনের কথা বলা,
সেই কথাটি এখন মনে বাজায় দুখের বীণ-
আমার বুক করে চিন চিন, আমার বুক করে চিন চিন।


চায়ের কাপে বিকেলবেলা আড্ডা হতো রোজ
হঠাৎ যখন পড়তো মনে নিতাম দুজন খোঁজ,
এখন আমার স্মৃতির পাতায় বাড়ছে শুধু ঋণ-
আমার বুক করে চিন চিন, আমার বুক করে চিন চিন।


মাথা ব্যথা যখন হতো বুলিয়ে দিতে হাত
এখন আমার বুকের ব্যথায় কাটে সকল রাত,
কোথায় তুমি? কোথায় তুমি? পাষাণ হৃদয়হীন-
আমার বুক করে চিন চিন, আমার বুক করে চিন চিন।


টাপুর টুপুর বৃষ্টি যখন পড়তো পাতায় পাতায়
তখন দুজন মেতে থাকতাম প্রেম-প্রণয়ের কথায়
কেমনে ভুলি! কেমনে ভুলি! সেই স্মৃতিময় দিন-
আমার বুক করে চিন চিন, আমার বুক করে চিন চিন।