হৃদয় আকাশে জমা প্রেমের মেঘগুলো
ভালোবাসা হয়ে ঝরে পড়ে অন্য হৃদয় জমিনে-
অনাবাদি জমির মতো অনুর্বর হৃদয়ে অঙ্কুরিত হয় প্রেমের বীজ,
মাথা নেড়ে বেড়ে ওঠে সবুজ ভালোবাসা,
হিল্লোল মেখে নেয় প্রেমের সুবাস,
রঙিন ডানাওয়ালা প্রজাপতি উড়ে এসে হৃদ কাননে ফোঁটা প্রেম পুষ্পের রেণু মাখে।


হঠাৎ হৃদয় আকাশে বিজলী চমকালে-
অন্ধ বিশ্বাসীদের মতো মানুষ দৈত্যকে দেবতা মানা শুরু করে,
হৃদয় খুঁড়ে কবর দেয় আদিম প্রেম সত্তাকে।
অথচ একদিন এই হৃদয় ফুড়েই গজেছিলো বিশ্বাসের বীজ,
ভালোবাসার ফুল।
কী আজিব এ মানুষ জীব?