শান্তি চাই শান্তি চাই বলে চিৎকার করে তুমি শান্তি খুঁজছো?
অথচ সংসারের ঘাঁনি টানতে টানতে দেহের শান্তি তাড়িয়ে দিচ্ছো,
বদ চিন্তায় মনের শান্তি তাড়িয়ে দিচ্ছো,
কলহে জড়িয়ে তাড়িয়ে দিচ্ছো সম্পর্কের শান্তি।


কি আশ্চর্য! তুমি শান্তি খুঁজছো,
কিন্তু শান্তি কোথায় পাবে?
সব শান্তি খুইয়ে দিয়ে এখন শান্তি চাই শান্তি চাই বলে গলা ফাটাচ্ছো,
কিন্তু তুমি জানোই না শান্তি কোথায়?
যার মানসিক প্রশান্তি নেই, তার আবার শান্তি কীসে?


গরিবের গলা চেপে কেড়ে নাও ধন
শশুরের কাছ থেকে নাও মোটা পণ,
ভাই বোনের কেড়ে নাও সম্পদের ভাগ
পরের অন্তরে দাও সদা ব্যথা দাগ।
মানুষের সুখ কেড়ে চাও তুমি শান্তি?
কে দিবে? দিবে তোর কোন বাপ?
কোন সালা তোকে শান্তি দিবে?
ডাক, ডাক, ঐ সালাকে ডাক।


পাপের সাগরে নিজেকে নিক্ষেপ করে-
শান্তি চাই শান্তি চাই বলে চিৎকার করলেই শান্তি আসে না,
শান্তি পাওয়া যায় ভালো কাজে।


সালা তুই তো লম্পট, হারামি, নিকৃষ্ট, মন্দ, খুব বাজে লোক,
তোর হৃদয়ে শান্তি আসবে না, আসবে না, আসবে না, কখনোই আসবে না,
তোর হৃদয়ে শান্তি পুরোপুরি নিষিদ্ধ হোক।।