কোথায় সুখ খোঁজো তুমি বনি আদম?
যেখানে তোমার পূর্ব পুরুষ;
আদি পিতা-আদি মাতা
শাস্তিস্বরূপ করেছিলো গমন!
যেটা ছিলো নির্বাসন।


যেখানে হাজার দুঃখ কষ্টের বীজ বপন
হা-হতাশায় করে সবাই জীবন যাপন
যেখানে সদা লোভ লালসা, খুনোখুনি-
দাঙ্গা দমন শোষণ পীড়ন!
পরের হক নষ্ট হরণ!


কোথায় সুখ খোঁজো তুমি বনি আদম?
যেখানে লোকে দেখে হাসে পরের কাঁদন
অবলিলায় ছিন্ন করে মায়ার বাঁধন
নিজ স্বার্থ হাসিলে সবাই হয় সাধন
কোথায় সুখ খোঁজো তুমি বনি আদম?