পৃথিবী আমাদের নিয়ে উপহাস করে
হাসে অট্টহাসি---
আমরা নির্বোধ! আমরা বোকা!
তাই পৃথিবীকে ভালোবাসি।
আমরা পৃথিবীকে যত মায়া করি
যত সোহাগ করি,
আর যতবার বলি  ভালোবাসি-
পৃথিবী ততবার আমাদের দিকে চোখ রাঙ্গায়
আর হাসে অট্টহাসি।
আমরা পৃথিবীর উপহাসমূলক হাসি উপলব্ধি করতে পারি না,
হাসির কারণ চিত্তে ধারণ করতে পারি না,
আমরা নির্বোধের মতো শুধু পৃথিবীকে ভালবাসি-
কিন্তু পৃথিবী কোনদিন কারো ভালোবাসা গ্রহণ করেনি।