ছোটবেলা রেডিওতে গান শুনে আমার খুব শখ জেগেছিল-
বড় হয়ে একদিন আমি হব গায়ক,
সাদাকালো টেলিভিশনে সিনেমা দেখে আমার ইচ্ছে হয়েছিল-
একদিন আমিও হব সিনেমার নায়ক,
তারপর বড় হয়ে যখন বুঝতে শিখলাম;
তখন গায়ক, নায়ক হওয়ার ইচ্ছেরাই মরে গেল।


ভাবলাম জীবনে বড় কিছু হতে হবে-
এই ধরুন বিজনেসম্যান অথবা রাজনীতিবিদ!
বিজনেসম্যান হওয়ার জন্য চা'য়ের দোকান দিলাম,
রাজনীতিবিদ হওয়ার জন্য মিছিলে ছুটলাম,
অবশেষে হলাম চা'ওয়ালা, ক্যাডার মাস্তান।


জীবনে আরেকটি ভালো ইচ্ছে ছিল-
আমার সমস্ত চিন্তাভাবনাগুলো জাতিকে উপহার দিব,
বিষয়টি বুঝতে পারেননি? দাঁড়ান ক্লিয়ারলি বলছি--
গল্প উপন্যাস লিখে হুমায়ূনের মত লেখক হতে চেয়েছিলাম,
প্রতিবাদী কবিতা লিখে হতে চেয়েছিলাম নজরুল,
কিন্তু বর্তমান জামানায় টাকা ছাড়া কিচ্ছু হয় না,
শালার গরিবের স্বপ্ন দেখাই মারাত্মক ভুল।