চলে যখন যাবেই তুমি, আমি হব সেই রাস্তার পথ ।
ছায়ার আবরনে জড়িয়ে রাখবো,আমার মন বাধানো কান্নার রথ ।”
তুমি যখন অন্যের আলিঙ্গনে সুখে,
আমি তখন সিগারেটের নেশায় মরছি মরন দুঃখে ।”
সুখ যখন পেলে টাকার খেলায়,
তখন ছাড়লে আমায় অধিক ঘৃনায় ।”
কেনো মনের আড়ালে সপ্নের প্রদীপ জ্বালালে,
পায়ের নিচ থেকে মাটির চাদর করলে আরালে ।”
নিয়তি এক রহস্যময় বেইমান,
সময়ের সাথে সাথে প্রকৃতিও করে শুধই অভিমান ।”
না ছিলে বন্ধু না মনের মানুষ,
হয়ে গেলে মনের শুকণো পাতার অগ্নী ফানুষ ।”
ভালো যদি নাই বাসবে,তবে কেনো মনের গহীনে আসলে আমায় ।”
সব ছেড়ে আসতাম আমি,তবে কেনো কালো দাগ দিলে আমার সাদা জামায় ।”
ভেবেছিলাম তোমাকে নিয়ে কবিতা লিখব আমরনে,
মনের খাতা ছিড়লে তুমি চুপি চুপি জাগরনে ।”
বাস্তবতা বুঝিনি, শিখিয়ে দিলে তুমি চলে গিয়ে ।”
সপ্ন আর বাস্তব যে এক না,তা এখন বুঝি আমাকে দিয়ে ।”
ভালো থাকো তাকে নিয়ে মনের ভূবন ঘিড়ে,
আমি ভালো থাকবো নতুন এক মানুষকে নিয়ে আমার ছোট নিড়ে ।”