“নিস্তব্দ আকাশ”
গহিন এই ভূবণে নিস্তব্দ আকাশ,
হয়নি বলা আমার কথার আত্মপ্রকাশ ।”
এই জলশার রঙ্গিন দুনিয়ায় যদি না পাই তোরে,
শেষ হাশরে চাইবো তোকে, কাহ্বার নামক বাদশাহর কাছে আমার দুহাত জুড়ে ।”
যদি পূর্নতায় না পাই তোরে শেষ বিচারে,
তখন পূর্ণতা দিবো খোদার আরশ ঘিড়ে ।”
  এলাহী বাদশাহী রাজ হারবে আমার পূর্নতায়,
তখন পাবো পুলসিরাত ভেঙ্গে তোকে নিরালায় ।”
এ জীবনে থাক তুই ভালো,
ধুলায় পড়ে হলো আমার মনটা কালো ।”
আর্শিবাদ ছাড়া নাই কিছু আমার দেওয়ার,
আমি প্রতিক্ষায়ে আছি মাটির কুন্জে যাওয়ার ।”
তখন তুই জানবি মর্ম কাদবি নয়ন জলে,
আমি ছুয়ে যাবো তোরই অশ্রু হাওয়ারই দলে ।”
সবিই রইবে হবে আমার জীবন ভেংঙ্গে হ্রাস,
শুধু পড়ে রইবে আমার নিস্তব্দ আকাশ ।”