হারমুনিয়াম বলে আমাকে দিয়েই শুরু গান,
বলি আমি সারগাম গানেরই আমি প্রান ।”
তবলা বলে আমি গানের ধরি লয় ও তাল,
আমাকে ছাড়া সব গানই হয় বেতাল ।”
বীনা বলে গান শুরু আমি স্বরসতীর কোলে,
আমাকে ছাড়া হয়না, সুক্ষ উচ্চাঙ্গের ধ্বনি সবাই তা বলে ।”
সেতার বলে আমি গানের সুরের রানী,
আমাকে ছাড়া হয়না কোনো ছন্দময় সুরের বানী ।”
বাঁশি বলে সকল মধুর সুরের ছড়াই আমি গান,
নতুন যৌবনের ভাবনা জাগাই করি ভালোবাসা দান ।”
বেহালা বলে আমি গানের আবেগে তুলি ঝড়,
মনের বেদনা দুর করে বাধি বাচার নতুন ঘর ।”
একে একে লাগলো যুদ্ধ,
বিভীশিখার আগুনে সবাই ক্রুদ্ধ ।”
সব সুর হারিয়ে গেলো,
শেষ হলো মানুষের মন থেকে ছন্দের আলো ।”
সুরের মুর্ছনারা বুজতে পারলো শেষ হলো যুদ্ধ,
সবাই একে ওপরের সাথে সমৃদ্ধ ।”
আলো ফুটলো সবার মনে,
গগন জুড়ে উঠলো সুরের খনে ।”