তবুও কভু , তোমাকে দেইনি কখনো হারাতে,
রেখেছি আখিতে আখিতে,
এ পরানো ডোরে বাধিয়া।
যবেতে তোমার পাইয়াছি দেখা,হারায়াছি আমার এ দিশা।
এখন আমি যে দিকে তাকাই তোমা ছাড়া আর নাহি কিছু পাই।
নিদ্রায় আছ জাগরনে নাই,দিবসো রজনী চোখেতে হারায়।
এ কি হলো মোর, কে ভাঙ্গিল দোর
নিয়াছে সবই তো লুটে।
তবুও কভু, তোমাকে দেইনি কখনো হারাতে,রেখেছি আখিতে আখিতে।।
ফেলিনি তো জল,হবে আঁখি ছলো-ছল।
ঝাপসা হয় যদি তর ওই অবয়ব,ভাঙ্গিবে যে মোর এ বুকের পাঁজর..!


মারুফুল ইসলাম সোহাগ
তারিখঃ১২/০২/১৯