দুঃখ কিসের ভাই?
দুঃখ বিলাস করি।
দুঃখ মাঝেই বসত
আমার,
দুঃখই ঘর বাড়ি।
দুঃখ আমার নৃত্য সঙ্গী,
দুঃখ সাথে রই
দুঃখ সাথে সময় করে,
সুখের কথা কই।
দুঃখ নিয়ে হাজার লোকের
দুঃখের সীমা নেই,
আমি তো ভাই
দুঃখ মাঝেই সুখ কে খুঁজে পাই।
দুঃখ কিসের ভাই?
দুঃখ বিলাস করি।


১৯ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ