একদিন সকালে পূর্ব আকাশের দিকে তাকিয়ে আছি,
তখনো ঘুমে ঢাকা এ শহর।
শুধু নিজের অস্তিত্ব জানান দিচ্ছে বাসার ছাদের সেলে বন্দী থাকা কিছু মোরগ।
কা কা ডাকে মুখরিত চারিপাশ,
এ যেন এক স্বর্গীয় আবেশ।
হঠাৎ দেখি এক ফালি রোঁদ,
মেঘের আড়ালে দিচ্ছে উঁকি,
যেমন উঁকি দিয়েছিলে তুমি?
আমার এ মনের গহীন কোনে।
আজ থেকে হয়তো বছর চারিক আগে,
প্রভাতের সূর্যের মতো,
এক ফালি মেঘের আড়ালে তুমিও গেলে চলে।
ভাবি,তুমি কি কেবলই ছিলে তুমি,
নাকি শুধুই পটে আঁকা ছিলে ছবি?
যে কিনা শুধুই গেছে রেখে,
তৈলচিত্রের মত মুছে না যাওয়া কিছু স্মৃতি।
আবার হবে প্রভাত,
মেঘের আড়ালে এক ফালি রোঁদ হয়তো দিবে উঁকি!
কিন্তু তুমি তো কেবলই যাও চলে
রেখে যাবে স্মৃতিপটে আঁকা কিছু ছবি ফেলে।
তুমি কেবলই যা-ও চলে।


এম.আই.সোহাগ
তারিখঃ ২২/০৪/১৯