এ জীবনে দেখা হবে না তো আর,
হয়েছে তো দেখা ছিল যা হবার।
যখন ছিলেম তোমার স্পর্শ তলে,
দিয়েছ যে ব্যথা কত না ছলে?
আজ যবে হয়েছি চোখের আড়াল,
তবে নিঃসঙ্কোচে কেন, ডেকেছ আবার।
যাব না যাব না বলে যত,
চলেছি দুরে
ততই ডেকেছ মোরে আপন করে।
এ জীবনে দেখা হবে না তো আর,
হয়েছে যা দেখা ছিল যা দেখার।
অনেক দেখেছি তোমায় দু-চোখ ভরে
ক্লান্ত ভীষণ চোখ,তাই চলেছি দুরে।
দুর হতে দুরে চলেছি ছুটে,
হবে না তো দেখা আর,
তুমি মোরে বারে বার,ডাকিও না আর।
ওই উড়ে যাওয়া মেঘ,
ফেরেনি তো কোন দিন, কোন কালে
আমিও তো ওই মেঘের মতন,
ছুটেছি ভাসবো বলে।
এ জীবনে দেখা হবে না তো আর,
হয়েছে যা দেখা ছিল যা হবার।

মারুফুল ইসলাম সোহাগ
তারিখঃ২১/০৬/১৯