মন চুরি হয়েছে যে মোর,
কবে কোন অবেলায়।!
সকলে বলেছে মোরে,
সে কি!একি চুরি যায়?
আমি তো কেবলি জানি,
এক রূপসী রমণী, যবেতে আসিল
মোর আঁখি পানে।
কেবলি কহিল,
তুমি কি মোর লাগি বসে আছ পথ পানে চেয়ে?
চমকিত আমি কহিনু তো কথা,
শুধু তাকায়ে দেখেছি তাঁরে
দেখেছি নদীর মত তাহার বহিয়া যাওয়া।
সে তো কেবলি যায় চলে,
আমার ধারে দীর্ঘ শ্বাস কিছু ফেলে!
আজ এতো কাল পরে,
সবি তো গিয়েছে স্মৃতির পাতা থেকে ঝরে।
শুধু কেবলি জানি,
তার লাগি হয়েছে যে খালি হৃদয়ের গহীন কোনে,
আজও বসে আছি সেই পথ ধারে চেয়ে।
যদি কভু হয় গো দেখা,
তাহারে কেবলি কহিব আমি,
মন চুরি হয়েছে যে মোর,
সেই অবেলায় কবে?


এম.আই.সোহাগ
তারিখঃ ১লা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ