তুমি তো আকাশের ওই উজ্জ্বল নক্ষত্র নও!
তবুও কেন তাকিয়ে থাকতে হয় আমাকে?
তুমি তো বাতাসে ভেসে বাড়ানো কোন মেঘ নও!
তবুও কেন ভাবাও আমাকে?
তুমি যদি হিজল বনের সুবাস হতে,
থাকতাম না হয় গন্ধ শুঁকে ?
কিন্তু তুমি সেটাও নও,
তবুও কেন সুবাস দাও?
যদি কভু পাই গো দেখা,
বলবো মনের গোপন কথা।
জানি তুমি আসবে না,
তাই বলে কি পথটি চেয়ে থাকবো না?
তুমি তো আকাশের ওই উজ্জ্বল নক্ষত্র নও,
তবুও কেন তাকিয়ে থাকতে হয়?
তবুও কেন অপেক্ষার প্রহর গুনতে হয়?


মারুন ইসলাম সোহাগ
তারিখের/০২/১৯