তোমার চলে যাওয়া মানে তো  প্রস্থান নয়,
তোমার চলে যাওয়া মানে,
তোমার উপস্থিতির চেয়ে অধিক কিছু।
তোমার চলে যাওয়া মানে,
পৃথিবীর কাছে নয় তো কোন  গ্রহের পতন।
কিন্তু তোমার চলে যাওয়া মানে,
কারো কাছে হয়তো আধারে ঢাকা  সূর্য  গ্রহণ।
তোমার চলে যাওয়া মানে,
পৃথিবী নয়তো ধুধু সাহারা  প্রান্তর
তবুও যেন মনে হয়
তোমার চলে যাওয়া মানে, পৃথিবী অথৈয় সাগর।
তোমার চলে যাওয়া মানে,,
নয়তো কোন মুখরিত শহরের নিস্তব্ধতার কারন
তবে তোমার চলে যাওয়া মানে,
হতেও পারে কারো নিশ্চুপ রাত্রি জাগরণ।
তোমার চলে যাওয়া মানে তো  প্রস্থান নয়,
এ যেন তোমার সবর উপস্থিতি।



তারিখঃ২৩/০২/২০