যুদ্ধ আছে সামনে
যোদ্ধারা সব দম-নে
সমর সাজে সাজাই আগে, ‘ধরা’ !
লক্ষ কোটি টাকার দামে
একটি দু’টি বোমার কামে
অগ্নি ক্ষুধার পেট ভরাতে- তোরা।

গরিব দুখী- সবুর ধরে-নে
শ্রমিক মজুর চিন্তা করিস নে-
তোদের  কথা ভাবব ক’দিন পরে;
ওর ক্ষুধা যে অনেক বেহুঁশ করে।