সূর্য যখন ভোরের আকাশে আলোয় ভরে তুলছিল,
সোনা রোদে ভূবন তখন প্রমোদ সোভায় দুলছিল।
নতুন ভূবন,
নতুন জীবন,
আড়াই বছরের শিশুটি তখন ভূবন প্রমোদে ভুলছিল।
পথের ধারে একলা বসে আপন মনেই খেলছিল।
খেলা ছলে-
হৃদয় খুলে-
ধরার ধুলি গায়ে মেখে সে খিল খিলিয়ে হাসছিল।
সেই হাসিতে মায়ার ভূবন প্রমোদ সোভায় ভাসছিল।


শিশুটির কী দোষ ছিল ?
হঠাৎ ওর-
বুকের উপর-
ব্যস্ত যে কার গাড়ির চাকা গড়িয়ে গেল !
একটি করুন চিৎকারে তার মৃত্যু হল।
-সংকেত