পূণীমার চাঁদ দেখে করিসনা ফুর্তি
পরক্ষণে তাঁর আঁধার আছে ,
পাপকে তুই করিস ভক্তি ,
পরে দেখিস তোর সবে মিছে ।
মিথ্যার দম্ভে গড়া অভিস্য প্রাসাদ,
সেই জীবনের নেই কোন সাধ।
পর অনুকরনে বিলাসী জীবন
নেই তাতে সুখ বীরের মতন।
স্ববলে গড়া চিলেকোঠা ঘর
স্বগীর্য় সুখ, সেই যেন তোর ।
একাহারে কর তরু তলে বাস
নেই তাতে দুঃখ, দুখের আভাস।
সত্যকে সদা রাখিস সাথে
দেখবি কতই সুখ তাতে।
নেই তোর ভয় নেই তোর ভয়
দুঃখকে তুই করবিই জয়।
দুঃখকে জয় করেছে যে জন
সেই চিনেছে সুখ কি ধন।
সুখ হলো স্বর্গের আহ্বান
দুখের মাঝে নরকের অভিযান।
তাই দিবা যামী প্রতি ক্ষণে
সকলে ছোটে সুখের অন্বেষণে,
ধরণীর এই বিশাল রঙ্গমঞ্চে,
স্বার্থের তালে সবাই নাচে।
আপনাকে গড় তাই আপন সাথী
তবেই তো হবে জীবন শ্রুতি।