ব্যস্ত জীবন
হাটি হাটি পায় পায়-
আর চলে নারে;
আরো জোরে-
সভ্যতা ঘিরে-
আরো অতিকায়
আরো অতি -
দ্রুত গতি প্রয়োজন।


অবিশ্রান্ত ধরাধামে
ভোর হতে নাই হতে
জোটে শত লেনা দেনা,
কত আরাধনা-
অবিরাম শ্রোতে-
ভেসে যাওয়া প্রকৃতির প্রেমে।


আজ এটা-
কাল সেটা-
এ অনন্ত ;
পড়ে আছে দূর দিগন্ত।
ভরে গেছে হিসেবের খাতা
সেই কথা-
ভাববার যেন
নেই কোন প্রয়োজন !
ব্যস্ত জীবন !
সারা বেলা-
শুধুই ব্যস্ত জীবন।