প্রকৃতির লিলাক্ষেত্র যেন এই ধরণী-
তারি এক অপরূপ দৃশ্য গজনী।
সবুজে-শ্যামলে গড়া দেহ খানা তার-
চারদিকে ঘিরে আছে অপূর্ব পাহাড়।  
পাহাড় চূড়ায় আরও অপরূপা হয়ে-
শাল, গজারী, সেগুন আছে ঠাঁয়  দাঁড়িয়ে।  
তারও উপরে ‘নিশিলীন  নীলাম্বরী’
শুভ আয়োজনে যেন পড়েছে নীল শাড়ী।
তারা ফুলে ফুলে সেথা সাজায়ে বাসর,
বাসরী ‘চন্দ্রীকা’ একা গুনছে প্রহর।
তারই রূপের উজ্জ্বল জ্যোতি গজনীর পায়-
মনের অজান্তে এসে আপনী লুটায়।


প্রভাতে, যবে হয় নিশিতের অবসান-
দশদিক চলে আলোকের অভিযান,
তখনো পাহাড়ের খোঁপে চেয়ে দেখি
শীতের উষায় ঘণ কুয়াশায় মাখা মাখি।
ঝিরি ঝিরি বইছে শিশির গজনীর সারা গায়-
পাহাড়ীয়া পথ ছল ছল, বুঝিবা বাদল ধারায়।
ফুল-পাপরী-লতা-পাতা সব শিশিরের জলে ভিজে-
রূপসী গজনী সেজে রয় আরও অপরূপ সাজে।
তৃষ্ণিত আবেগে তাই গজনীকে দেখিতে আত্নহারা-
দূর দুরান্ত হতে ছুটে আসা প্রকৃতির প্রেমী যারা।