হে দরিয়ার মাঝি !
ঈষাণে মেঘ ঘনে
ঝর-ঝঞ্ঝা-বজ্র গর্জনে
তুফান আসিছে তেজি
পাসাণীর মত ফিরে
তুঙ্গ তরঙ্গ শীরে
সিন্ধু হয়েছে উত্তাল
তরণী ভুলিছে পথ,
ধর মাঝি হাল।


হে মাঝি
ঝর-ঝরে ঝরিছে ঝর-বৃষ্টি
অতিদুর সম্মুখ দেখতে পায়না  দ’ুচোখের দৃষ্টি
যেদিকে তাকাই দেখি জল রাশি রাশি;
কে জানে কোন পথে চলেছে তরণী ভাসি।
যেতে হবে আরও বহুদুরে
তপন অস্তমিছে, আঁধার গ্রাসিছে ধরণীরে
কখন যে পাল ছিরে তরীর গতি হয় ধির
বাঁধ সাজে বুঝি উর্মির।
দিশারী তো নাই
ভাবি বসে তাই
কুল যদি না পাই
কি হবে যে হাল,
তরণী ভুলিছে পথ,
ধর মাঝি হাল।


হে দরিয়ার মাঝি!
তোমারে ডাকি আজি
অথই পাথারের ভরা তরী ঘিরে
ঝর-ঝঞ্ঝা সব একাকার করে
তোমার শক্ত হাতের পরশ বুলি
শক্ত গিটের রঙ্গীন পাল তুলি
অকুতভয়ে তুমি এখনি
দাড় টেনে ধর হাল পথ চিনি চিনি।
পথ হবে নাকো ভুল
পারিতে অকুল-
সকল পাষাণ ব্যাড়ীর শীরে যাবে ফাল
কুলেতে ভিরাতে তরী ধর মাঝি হাল।