আজিকে সাঝের বেলা জীবনের
ছবি  হয়ে ভাসে স্মৃতি প্রভাতের ।
সেই উদয় বেলা,
কোমল হদয়ে ছিল আলোর হেলা
ঘন কুয়াসায় ঢাকা ছিল মেদিনী
সে ঘোর ভেদিয়া আমি দেখিনী-
এই বিশ্বের সব বিস্ময়,
কেহ রহে ক্ষণ ক্ষণ কেহ অক্ষয় ।


শিশু কিশোর-
কেটে গেছে  মোর
পৃথী মোদে ঘুরি দলে দলে,
গায়ে মাখি ধূলি,
বালু দিয়ে খেলি,
শাপলা কুরাতে বিলে বিলে ।
ভাবিনি তো সেই ক্ষণে ,
মৃদু পায় মৃত্যু আসিছে ঘনে ।
যারে আলিঙ্গন করে
যেতে হবে পরপারে ।


বুঝিনি তখন
এ জীবন
কেন হল আগুয়ান;  
কোন প্রয়োজনে
ভূবনে
এ দীঘল অভিযান।
সব হল আজ জানা,
যবে আমি পেয়েছি মৃত্যুর নিশানা।
যেথা হতে আর পারিনাকো যেতে ফিরে
এ জীবন পথ ধরে
মায়ের আচল তলে
যেথা হতে করেছি ভুল আপন ভুলে ।